খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত বুধবার রাজধানীর মিটফোর্ডে যে লোমহর্ষক ও বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাহেলী যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একজন জীবন্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে তিলে তিলে প্রস্তারাঘাতে হত্যা করা হচ্ছে, আর লোকজন দাঁড়িয়ে তা দেখছে।
ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মামলার আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।